Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সাংস্কৃতি

করিমপুর ইউনিয়নের হাওর বেষ্টিত ভাটি  অঞ্চলের চিরায়িত বৈশিষ্ট্য এখানে বিদ্যমানএই জনপদের অধিকাংশ মানুষ সুদীর্ঘ সময় ধরে কৃষি কাজের সাথে জড়িততাই এদের দৈনন্দিন জীবও কৃষ্টি  ওতোপ্রোত ভাবে  কৃষির সাথে সম্পৃক্ত। 

মানুষের উচ্চারিত ভাষায়  সিলেটের আঞ্চলিক প্রভাব সবচেয়ে বেশিশিক্ষিত সমাজ সাধারণত চলিত রীতিতে কথা বলেগ্রাম্য পরিবেশে সাধারণত আঞ্চলিকতার প্রভাব পরিলক্ষিতভাষার মাধ্যমে ভাবের আদান প্রদানে এ এলাকার মানুষ উপরোক্ত দুই ধরনের অনুষঙ্গ ব্যবহার করে  থাকেবিভিন্ন ধরনের গানের আয়োজন বিভিন্নউপলক্ষ্যে হয়ে থাকেএলাকায়,পাড়ায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক নাটকের আয়োজন হয়ে থাকেপুরাতন সংস্কৃতির বিভিন্ন বিষয় পালিত হয়ে থাকেঅত্র ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত খেলাধূলার মধ্যে উল্লেখ যোগ্যহচ্ছে হাডুডুপাড়ায় পাড়ায় দাড়িয়া বান্ধা , গোল্লা ছোট, আধুনিক সংস্করনের মধ্যে ক্রিকেট ও ফুটবল অন্যতম